যুক্তরাষ্ট্রে মাসেল রিলাক্সেশন ট্যাবলেট রপ্তানি করবে বেক্সিমকো

beximcoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ মেথোকার্বোমল ট্যাবলেট যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করবে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কর্তৃক মেথোকার্বোমল ট্যাবলেট (৫০০ মি.গ্রা. এবং ৭৫০ মি.গ্রা.) বাজারজাত করার অনুমোদন দেয়া হয়েছে। মাসেল রিলাক্সেশনের ওই জেনেরিক ওষুধটি অ্যাক্সিয়াম ফার্মার, এলএসসির রোবাক্সিন ট্যাবলেট (৫০০ মি.গ্রা. এবং ৭৫০ মি.গ্রা.) এর সমতুল্য। সোমবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, বেক্সিমকো ফার্মার চতুর্থ ওষুধ যা যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে রপ্তানি করবে কোম্পানি। ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেস (আইএমএস) এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বর্তমানে চারটি কোম্পানি মেথোকার্বোমল ট্যবলেট বাজারজাত করছে।

এরা হলো- ক্যামবার, কোয়ালিটেস্ট, ওয়েস্ট ওয়ার্ড এবং সোলকো।

ওই অনুমোদন লাভ সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন,“ইউএসএফডিএ কর্তৃক চতুর্থ পণ্যের অনুমোদন লাভ সত্যিই আনন্দের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অনুমোদিত এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অন্যান্য ওষুধগুলো বাজারজাত করার মাধ্যমে আমরা বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে পারবো।”

বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ইউএস এফডিএ কর্তৃক নিরীক্ষিত ও অনুমোদিত হয়।

বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএসএফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অষ্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *