যৌথভাবে ১০টি ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে ইন্দো-নিপ্রো

Picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা যৌথভাবে ১০টি ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে। ইতোমধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সাথে ও জেএমআই গ্রুপের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সাথে জেএমআই গ্রুপের নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস এন্টি-বায়েটিক, সিপ্রোসরিন ও পেনিসিলিন ঔষধ উৎপাদন করবে।

সম্প্রতি এই চুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের পরিচালনা বোর্ড।

এন্টি-বায়েটিক ও পেনিসিলিনসহ উল্লেখিত 1. Indozith,2. Cippo-I 3. Indomox 250mg 4. Indomox 500mg 5. Indoflox
6. Indocef 7. Indozith 8. Indomoxin 9. Cephradine 10. Indoflox 125mg মোট ১০টি ঔষুধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে ইন্দো-বাংলা ফার্মা।

এতে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের ব্যবসার সম্প্রসারণ হবে, পাশাপাশি মুনাফাও বৃদ্ধি পাবে বলে আশাবাদী পরিচালনা বোর্ড। এতে কোম্পানিটির প্রতিবছর বিক্রি বাড়বে প্রায় ১৮-২০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *