যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক

oooস্টকমার্কেটবিডি ডেস্ক:

ইরান ও প্রতিবেশি তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু’দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলার একথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে।

উমিত কিলার বলেন, নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।

তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন। এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দু দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে।

তুরস্কের এ ব্যবসায়ী নেতা বলেন, ইরান ও তুরস্কের মধ্যে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দু দেশের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠা জরুরি। বর্তমানে দু’দেশের মধ্যে এক হাজার একশ কোটি ডলাররে বাণিজ্য রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *