রপ্তানি সহায়তার উৎসে কর কমলো ৩০ জুন পর্যন্ত

minitry-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩০ জুন পর্যন্ত রপ্তানিতে নগদ সহায়তার ওপর উৎসে পাঁচ শতাংশ কর নির্ধারণ করেছে সরকার। বর্তমানে রপ্তানিতে নগদ সহায়তার ওপর উৎসে ১০ শতাংশ কর দিতে হয়।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। আইআরডির সদ্য সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গত ৯ জানুয়ারি এ প্রজ্ঞাপনে সই করেন।

এতে বলা হয়, রপ্তানিতে নগদ সহায়তার ওপর উৎসে কর কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে সরকার। আগে এক্ষেত্রে ১০ শতাংশ কর থাকলেও এখন সেটি পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪-এর সেকশন ৪৪ সাব সেকশন (৪)-এর ক্লজ (বি)-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার রপ্তানি নগদ ভর্তুকির (নগদ সহায়তা) ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করলো। এটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *