রমজানে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেলের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পন্য বিক্রিতে কিছু অনিয়মের অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে ১৫ রোজার পর টিসিবির পণ্যের প্রয়োজন পড়বে না বলেও জানান তিনি।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত যন্ত্রপাতি বৃদ্ধির পাশাপাশি রোগীদের জন্য সুবিধা বাড়ানোর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুর ইসলামসহ রংপুরের উর্দ্ধতন স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *