রমনায় জাহিন স্পিনিংয়ের আইপিও ড্র

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) জাহিন স্পিনিং লিমিটেডে বিনিযোগকারীদের কাছ থেকে আবেদনের লটারি ড্র হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ ড্র অনুষ্ঠানটি শুরু হয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, ১২ কোটি টাকার বিপরীতে ৮৮৭ কোটি টাকার আবেদন জমা পড়ে। সর্বশেষ হিসাবে যা উত্তোলনকৃত অর্থের চেয়ে প্রায় ৭৪ গুণ।

গত ১৩ জানুয়ারি সিএইসইর এক নোটিসে জানানো হয়, কোম্পানিটির আইপিওতে মোট ৫৬৩ কোটি ২২ লাখ টাকার আবেদন জমা পড়ে। এরমধ্যে বিদেশীদের আবেদন ছিল ৫০ লাখ টাকার।

সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির আইপিও আবেদনে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৮৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলনকৃত অর্থের চেয়ে ৭৩.৯৩ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৫৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ৬৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৪৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *