রাইটের শর্ত ভঙ্গ করায় ডেল্টা স্পিনার্সকে জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাইট ইস্যুর শর্ত ভঙ্গ করায় ডেল্টা স্পিনার্স লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বুধবার (১ আগষ্ট) কমিশনের ৬৫৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি। বিএসসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কোম্পানিটি রাইট ইস্যুর তহবিল ব্যবহারের ক্ষেত্রে রাইট অফার দলিলে উল্লেখিত খাতে সঠিকভাবে ব্যবহার করেনি। ডেল্টা স্পিনার্স নির্ধারিত সময়ের অতিরিক্ত ১৩ মাস সময় পার করেছে। এছাড়া কোম্পানিটি তাদের বিভিন্ন সরবরাহকারীকে পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কেটেছে। উৎসে কর্তিত কর সরকারি খাতে সঠিকভাবে জমা করেনি।

এতে কমিশনের রাইট ইস্যুর সম্মতিপত্রের শর্ত ভঙ্গ হয়েছে। তাই বিএসইসি ডেল্টা স্পিনার্সের প্রত্যোক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *