রাজধানীতে দুইদিনব্যাপী বাইক কার্নিভাল শুক্রবার শুরু

Dhaka-Bike-Carnival_Bg20171109163520স্টকমার্কেট প্রতিবেদক :

রাজধানীতে আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাইক কার্নিভাল ‘ঢাকা বাইক কার্নিভাল ২০১৭’। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাইকবিডির আয়োজনে ও ইয়ামাহার (এসিআই মটরস) সৌজন্যে ঢাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় এ কার্নিভাল শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে।

আয়োজকরা বলছেন, এরই মধ্যে বাইক কার্নিভাল দেশের বাইক প্রেমীদের মাঝে সাড়া জাগাতে পেরেছে। কার্নিভালে নজর কাড়া বাইক র‌্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে মন মাতানো কনসার্ট।

অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে ভারত থেকে আসা লেডি বাইকার গ্রুপ, যারা মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, এলআরবিসহ অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *