রাজস্ব না পাওয়া এলাকা শনাক্ত করা হয়েছে: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কিছু কিছু এলাকায় প্রত্যাশিত রাজস্ব পাওয়া যাচ্ছে না, সেসব এলাকা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মূল্য সংযোজন কর ও কাস্টমস সংশ্লিষ্ট সদস্য এবং কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সবার উদ্দেশ্য রাজস্ব আহরণ বৃদ্ধি করা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে কিভাবে রাজস্ব আহরণ বৃদ্ধি করা যায়, আমরা সে চেষ্টা করছি।

তিনি আরো বলেন, প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে। কর আহরণে অটোমেশনসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে। সব এলাকায় প্রত্যাশিত রাজস্ব আহরণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

কাউকে কষ্ট দিয়ে এবং ক্ষতিগ্রস্ত করে কর আদায় করা হবে না জানিয়ে মুস্তফা কামাল বলেন, কর ব্যবস্থাপনা সুসংহত করা হবে। ট্যাক্স রেট না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানো হবে। ফলে কেউ ক্ষতির আশঙ্কায় পড়বেন না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *