রানারের সাথে ভারতীয় মোটর সাইকেল কোম্পানির চুক্তি

Runner logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোস লিমিটেডের সাথে ভারতের বাজাজ কোম্পানির চুক্তি স্বাক্ষর হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় বাজাজ অটোসের নির্ধারিত ব্রান্ডের মোটর সাইকেলগুলো বাংলাদেশে বাজারজাত করবে রানার অটোস। এছাড়া বাজাজ মোটর সাইকেলের সব ধরণের যন্ত্রাংশ বিক্রি করবে তারা।

এই চুক্তির ফলে বাংলাদেশের মোটর সাইকেল বাজারে রানার অটোসের অবস্থান আরো বৃহৎআকার ধারণ করবে বলে মনে করছে রানার অটোস।

ভারতে বাজাজের প্রতিষ্ঠা ১৯২৬ সালে। বাজাজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি ভারতের সেরা ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের একটি। বিশ্বে তিন চাকা ও দুই চাকার যানবাহন উৎপাদনে তারা চতুর্থ।

অন্যদিকে রানার অটোস বাংলাদেশের বাজারে একটি বড় অংশ দখল করে রেখেছে। সম্প্রতি এই কোম্পানিটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *