রাষ্ট্রায়ত্ত পাটকলে অসাধু শ্রমিকনেতাদের উসকানিতে অসন্তোষ : শ্রম প্রতিমন্ত্রী

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের মজুরি আওয়ামী লীগ সরকার প্রায় দশ গুণ বৃদ্ধি করেছে। যা বেসরকারি পাটকলের চেয়েও অনেক বেশি। তারপরও কিছু অসাধু শ্রমিকনেতা উসকানি দিয়ে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে।

রবিবার খুলনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পাটকলে শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, পাটকলে শ্রমিক অসন্তোষের পেছনে কোন তৃতীয় শক্তি কলকাঠি নাড়ছে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে চলমান সংকটের সমাধান করা হবে।

জানা যায়, খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারিদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এ কারণে বিক্ষুদ্ধ শ্রমিকরা গত ৫ মে থেকে মিলের উৎপাদন বন্ধসহ রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *