রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও রাজস্ব কমেছে

barvidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রাজস্ব ও পরিবহন খাতে বিপুল অবদান রাখা সত্ত্বেও বর্তমানে নানা বৈষম্য আর বাধার কারণে রিকন্ডিশন্ড গাড়ির বাজার এখন নাজুক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনর (বারভিডা) সভাপতি আবদুল হক।

গতকাল শনিবার পুরনো গাড়ি ব্যবসার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি আবদুল হক এসব কথা বলেন।

রাজধানীর বিজয়নগরে বারভিডার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল হক বলেন, রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির শুল্ক কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে, নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন্ড গাড়ির দাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ পড়ে যাচ্ছে। ফলে ক্রেতাদের রিকন্ডিশন্ড গাড়ি কেনার চাহিদা কমেছে। একই সঙ্গে কমেছে আমদানিও।

আমাদনি চিত্র তুলে ধরে বারভিডার সভাপতি বলেন, বড় ধরনের শুল্কবৈষম্যর কারণে রিকন্ডিশন্ড গাড়ি কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব কমেছে প্রায় হাজার কোটি টাকা।

তিনি বলেন, ২০১৭-১৮ সালে ২৩ হাজার ৭৫টি গাড়ি আমদানি হয়েছে; সেখানে ২০১৮-১৯ অর্থবছরে আমদানি হয়েছে মাত্র ১২ হাজার ৫০২টি। এ ছাড়া ২০১৯ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে আমদানি হয়েছে মাত্র তিন হাজার ৪৩৮টি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *