রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নজিরবিহীন দরে লেনদেন

logo-regentনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ার দরে হতাশ বিনিয়োগকারীরা। সেকেন্ডারি মার্কেটে প্রথমদিনে প্রায় আইপিও মূল্যে লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার।

সোমবার লেনদেন শুরু হওয়া এ কোম্পানির শেয়ারের দর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে দর বেড়েছে মাত্র ৫০ পয়সা। ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা বরাদ্দমূল্যে আইপিও প্রাথমিক (শেয়ার) অনুমোদন পাওয়া এ কোম্পানির শেয়ারের দর দিন শেষে দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সা।

লেনদেন প্রথম দিন রিজেন্ট টেক্সটাইলের শেয়ার সর্বোচ্চ দর উঠে ৩১ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৫.১০ টাকা। এ দিন কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের দর ৩০ কোটি ৪২ হাজার টাকা। রিজেন্ট টেক্সটাইল ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের মুনাফার আশায় আইপিওতে আবেদন করে থাকেন বিনিয়োগকারীরা। বেশি হারে প্রিমিয়াম পাওয়ায় এমন হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ।

তিনি বলেন, আইপিওতে অনুমোদন পাওয়া কোম্পানিগুলো যোগ্যতার চেয়ে বেশি প্রিমিয়াম পাচ্ছে। প্রিমিয়ামের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যে কারণে লেনদেনে শেয়ার দর বাড়ছে না। তিনি আরও বলেন, নতুন শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করায় শেয়ার দর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

চলতি বছরে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর রিজেন্ট টেক্সটাইলসহ ১২টি কোম্পানির লেনদেন শুরু হয়েছে। এসব কোম্পানির মধ্যে লেনদেনের প্রথমদিনে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩২৩.৫ শতাংশ, আমান ফিডের ১৭২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩৯১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩৭.৩১ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১২৫.৭১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১৪৩ শতাংশ, ইফাদ অটোসের ১২৫.৬৭ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২০ শতাংশ ও ন্যাশনাল ফিডের ৩২৫ শতাংশ দর বেড়েছিল।

এদের মধ্যে সবচেয়ে কম দর বেড়িছিল শাশা ডেনিমসের। প্রথমদিন আইপিও বরাদ্দ মূল্যের তুলনায় ৫.৪৩ শতাংশ দর বেড়েছিল এ কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *