রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯ মাসের ইপিএস ১.৩২ টাকা

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ৯ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেস্বর এই ৯ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৩৪ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২ পয়সা কমেছে।

জানুয়ারি-সেপ্টেস্বর এই ৩ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪১ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১ পয়সা বেড়েছে।

চলতি বছরের ৩১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা। যা গতবছর ৩০ ডিসেম্বর একই সমযে ছিল ১৪.৯২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *