লিগ্যাসী ফুটওয়্যারের দর বাড়ার কারণ নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে লিগ্যাসী ফুটওয়্যার। দর বাড়ার কারণ জানতে চাইলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে লিগ্যাসী কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক দিনের সংশোধনসহ গত পাঁচ কার্যদিবসে লিগ্যাসী ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ২০ শতাংশ। এ সময়ের মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

বিগত নয় মাসে (জানু’১৪-সেপ্টেম্বর’১৪) এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.২১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৫ লাখ ৪০ হাজার টাকা ও ০.২৬ টাকা।

এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *