লেনদেনের শীর্ষ দশে তিন ব্যাংক

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৩টি ‘এ’ ক্যাটাগরির ব্যাংকিং খাতের কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লেনদেনের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এ সময় প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে মোট লেনদেনের ২ দশমিক ৬৫ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ ৫৮ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে গত সপ্তাহে লেনদেন করে মোট ৫০ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার টাকার।

সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। এ সময় প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে মোট লেনদেনের ২ দশমিক ২৮ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে গত সপ্তাহে লেনদেন করে মোট ৪৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকার।

দশম স্থানে রয়েছে ‘সিটি ব্যাংক। এ সময় প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে মোট লেনদেনের ১ দশমিক ৯০ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ কোটি ৭৬ লাখ ১১ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে গত সপ্তাহে লেনদেন করে মোট ৩৬ কোটি ৫২ লাখ ৭ হাজার টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *