লেনদেনের শুরুতেই শাহজিবাজার ক্রেতা শূন্য

sahjiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বহুল আলোচিত শাহজিবাজার পাওয়ার কোম্পানি আজও হল্টেড হয়ে গেছে। বুধবার লেনদেনের ১৫ মিনিটের মধ্যে শেয়ারটির বিক্রেতার ঘরে অসংখ্য বিক্রয় প্রস্তাব থাকলেও ক্রেতার ঘর রয়েছে শূন্য।

প্রসঙ্গত শেয়ারটির লেনদেন বন্ধ থাকার পর গত ২০ অক্টোবর পুঁজিবাজারে ফিরেই প্রায় প্রতিদিনই হল্টেড হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ওই সময় শেয়ারটির অসংখ্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা ছিল না।

আজ ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শাহজিবাজারের স্ক্রীনে ২ লাখ ২৩ হাজার ৮০০ শেয়ার বিক্রয়ের প্রস্তাব থাকলেও ক্রেতার ঘর ছিল ফাঁকা। হল্টেড হওয়ার আগে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩০৯ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির দর কমেছে ২৯ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। গতকাল এই শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩৮ টাকা ৮০ পয়সা।

উল্লেখ্য, গতকাল বিএসইসির এক জরুরি বৈঠকে নতুন করে শাহজিবাজার পাওয়ারকে শাস্তির সিদ্ধান্ত নেয় কমিশন। বিএসইসির শাস্তির মধ্যে রয়েছে আজ থেকে শেয়ারটি নন-মার্জিনেবল এবং স্পট মার্কেটে ট্রেডসহ বেশ কয়েকটি শাস্তি।

আর বিএসইসির এমন সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের স্নায়ু চাপ বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *