প্রথম ঘন্টার লেনদেনে ধীর গতি

dse cseস্টকমার্কেট ডেস্ক :

সূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় শেয়ারবাজারে দিনের প্রথম ঘন্টা লেনদেন হয়েছে। প্রথম ঘণ্টায় মূল্য সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনে ধীর গতি লক্ষ্য করা গেছে।

দিনের শুরুতে সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৯৩ পয়েন্টে।

লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির দর।

এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৬৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

লেনদেন হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *