শহিদুল্লাহ বিনিয়োগকারীদের ১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে : ডিবি

aHR0cHM6Ly9jb250ZW50cy5kYWlseWphbmFrYW50aGEuY29tL2ZpbGVzLzIwMTgwNy8xNTMyNDYwOTY1Xzc3LmpwZw==স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহ প্রতিষ্ঠানটির গ্রাহকদের জমাকৃত ১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সময়-সুযোগ পেলে হয়তো আরও টাকা সরিয়ে নিতেন তিনি এবং তার স্ত্রী। কিন্তু নানা কারণে সেটি করতে সক্ষম হননি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকা মেট্রপলিট্যান পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

সোমবার পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি’র হাতে গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে মোঃ শহিদুল্লাহ এই টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। গতকাল ডিবি লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে স্ত্রী নিপা সুলতানসহ তাকে গ্রেপ্তার করেছে। শোঃ শহিদুল্লার স্ত্রী প্রতিষ্ঠানটির একজন পরিচালক।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে গ্রাহকের শেয়ার কেনাবেচার ১০০ কোটি টাকার জমা ছিল। সেই টাকা আত্মসাতের টার্গেট ছিল তাদের। ১৮ কোটি টাকা তুলেও ফেলেছিল তারা। তবে এর আগেই ডিবির অভিযানে ধরা পড়ে।

মো. আবদুল বাতেন বলেন, এমডি ও তার স্ত্রী গত ২২ জুন তার ক্রেস্ট সিকিউরিটিস স্টক ব্রোকারেজ হাউজটি বন্ধ করে চলে যায়। তার প্রতিষ্ঠানে আনুমানিক ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীদের শেয়ারবাজারে শেয়ার কেনাবেচার ১০০ কোটি টাকা ছিল। শহিদুল্লাহ ২২ তারিখে তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে শিফট করে প্রতারিত করার জন্য সরিয়ে নিয়েছে। বিনিয়োগকারীরা যখন দেখলো যে অ্যাকাউন্টে টাকা নেই, তখন তারা অফিসে যোগাযোগ করার চেষ্টা করলো। তখন দেখে অফিস তালা ও শহিদুল্লাহ, তার স্ত্রী ও ভাই পালিয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *