শাহজালাল ব্যাংকের নতুন এমডি শহীদুল ইসলাম

Shahidul-Islam-MDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এম শহীদুল ইসলাম, যিনি এতদিন বেসরকারি এই ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

শহীদুল ইসলাম সোমবার নতুন দায়িত্ব বুঝে নেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকিং খাতে ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শহীদুল শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন শহীদুল।

সেখানে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ১৯৯৭ সালে প্রাইম ব্যাংক লিমিটেডে যোগ দেন তিনি। প্রাইম ব্যাংকের বিভিন্ন পদে ১১ বছর কাজ করার পর ২০০৮ সালে তিনি যোগ দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে।

দীর্ঘ কর্মজীবনে করপোরেট ক্রেডিট, এসএমই ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, কনজ্যুমার ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেটেড ফাইন্যান্স, বৈদেশিক বিনিয়োগ, ফাইন্যান্স এবং ট্রেজারি বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের ।
স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *