শাহজিবাজারের শেয়ারে ঋণ প্রদানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

sahzibazerনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ারে মার্জিণ ঋণ প্রদানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৮২তম কমিশন সভায় এ প্রত্যাহার করা হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শাহজিবাজার পাওয়ারের আবেদন ও কোম্পানিটির শাস্তিপ্রাপ্ত পরিচালকেরা জরিমানা পরিশোধ করায় মার্জিণ ঋণ প্রদানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যা আগামি ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আগে ২০১৪ সালের ১৯ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার নন-মার্জিনেবল করে দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *