শিক্ষার মান বাড়াতে সাড়ে ৭১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক শিক্ষা ও সরকারি পরিসংখ্যানের গুণগত মান উন্নয়নের দুই প্রকল্পে সাড়ে ৭১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা কর্মসূচিতে ৭০ কোটি ডলার দেওয়া হবে। অপর প্রকল্পটি হলো ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পে দেড় কোটি ডলার দেওয়া হবে।

দুটি ঋণের অর্থ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার ওপর বার্ষিক দশমিক ৭৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *