শিল্প সেক্টরে মামলার সংখ্যা কমছে: পুলিশের মহা-পরিদর্শক

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারণে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে।

আজ রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

শিল্প সেক্টরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।

এছাড়া শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে জানিয়ে শীঘ্রই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনীর সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে জানান আইজিপি।

অনুষ্ঠানে এসময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *