শুল্ক কমায় চালের দাম কেজিতে ছয় টাকা দাম কমবে : বাণিজ্য মন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘মিল মালিকরা বাজারে চাল ছাড়ছেন না। আমরা শুল্ক কমিয়েছি। পার কেজি ছয় টাকা দাম কমবে। এটা স্বাভাবিক হয়ে যাবে।’

২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন ধরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুর মাল আবদুল মুহিতের সমালোচনা হচ্ছে। তবে এবার তার সমালোচনার জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধাবর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সিনিয়র সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ বলেন, ‘যে ভাষায় আপনারা সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে এই ভাষা আশা করি না।’

জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ সদস্য জিয়াউদ্দিন বাবলু ও কাজী ফিরোজ রশীদ অর্থমন্ত্রীর বয়স নিয়ে সমালোচনা করেছেন। এমনকি তার পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বাজেট আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও ব্যাংক আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক ও নতুন ভ্যাট আইন নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন।

মন্ত্রীদের বাজেট নিয়ে সমালোচনার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। এই বাজেট কেবিনেট অনুমোদিত। কথা থাকলে কেবিনেটই সঠিক জায়গা (প্রপার প্লেস)।’

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যদি কোনও সমস্যা থাকে তবে তিনি সেগুলো দেখবেন। আলোচনা অবশ্যই করবেন। বাজেট কি সব শুধু নেগেটিভ, এর পজেটিভ নেই?’

ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজেট সবার, অর্থমন্ত্রী মুখপাত্র। আপনারা আলোচনা করবেন প্রস্তাব নিয়ে। ভ্যাট নিয়ে যে আলোচনা হচ্ছে, আশা করছি এমনভাবে করা হবে সব নিরসন হবে। এই সরকার ব্যবসাবান্ধব।’

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *