শেষদিনে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। ডিএসইতে মোট ৭১২ কোটি টাকার লেনদেন হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন। সিএসইতে ৫১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১২ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি। গতকাল বুধবার সেখানে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৯ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত থাকে ৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে – মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীনফোন, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, জাহিন স্পিনিং, সিটি ব্যাংক, আইএফআইসি, ফরচুন সুজ ও কেয়া কসমেটিকস।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৩ কোটি ৮০ টাকা বেশি। গতকাল বুধবার এই লেনদেন ৩৮ কোটি ২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *