শেয়ারবাজারকে শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেট ডেস্ক :

দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করতে চাই। আর এ জন্য স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম।

গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেছেন, একটি শক্তিশালী শেয়ারবাজার উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। একটি স্থিতিশীল,স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান সৃষ্টিকারী এক শেয়ারবাজারের জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ারবাজারে লেনদেন,
কারচুপি, অনিয়ম শনাক্তকরণ ও যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ পুরস্কার পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী
বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন একটা সম্মানজনক অবস্থানে আছে, যে
কারণে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, বাংলাদেশের জনগণের জন্য পুরস্কার নিয়ে আসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *