শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে।

এদিন বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেলা সাড়ে ১১টায় ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৬৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এসময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *