শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালে মামলা সংকট

tribunal-picবিশেষ প্রতিবেদক :

মামলা সংকটে শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল। ১৯টি মামলার মধ্যে বর্তমানে ১৬টির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। মাত্র তিনটির বিচার কাজ চলছে। ফলে ট্রাইব্যুনাল অনেকটাই নিষ্ক্রিয়।

সম্প্রতি ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য উল্লেখ করেন।

তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে, তারা মামলা নিয়ে আসার চেষ্টা করছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, যেসব মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, সেসব মামলা ট্রাইব্যুনালে নিয়ে আসার চেষ্টা করছে বিএসইসি। এ ক্ষেত্রে আন্তরিকতার অভাব নেই।

জানা গেছে, ২০১০ সালে বাজারে ধসের পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির তদন্ত কমিটির সুপারিশে ২০১৫ সালে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর এ পর্যন্ত ২৪টি মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এসব মামলায় আসামি ব্যাংক ও আর্থিক খাতে অত্যন্ত প্রভাবশালী। এর মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান, ডিএসইর মেম্বার শাহদুল হক বুলবুল প্রমুখ। এর মধ্যে ৫টি মামলার রায় হয়েছে। এতে উল্লেখযোগ্য কোনো আসামি নেই।

এ ছাড়া একটি মামলার রায়ের দিন ঘোষণা করা সত্ত্বেও উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ট্রাইব্যুনাল সে রায় ঘোষণা করতে পারেননি। বিচারিক ক্ষমতা না থাকায় ২টি মামলা মহানগর দায়রা জজ আদালতে ফেরত দেয়া হয়েছে। ১৬টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *