শেয়ারবাজারের সংকট কাটিয়ে উঠতে অর্থমন্ত্রীর কাছে ডিবিএর ৬ প্রস্তাব

 

 

Brokerage-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের মহামারিতে দেশের অর্থনীতির অন্যান্য খাতের ন্যায় শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ ৬টি দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিরাজমান মন্দার কারনে শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে দূর্বল হয়ে পড়েছে। ব্রোকারেজ হাউজসহ শেয়ারবাজারের অন্যান্য অংশীজনরা ব্যবসা পরিচালনা করতে প্রায় ব্যর্থ। এছাড়া কোভিড-১৯ এরফলে দেশের অন্যান্য সকল ব্যবসা-বানিজ্যের পাশাপাশি শেয়ারবাজারেও এর বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় শেয়ারবাজারকে সচল ও গতিশীল রাখতে ডিবিএ ৬টি প্রস্তাব পাঠিয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-

১. ব্রোকারেজ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করা।

২.শেয়ার লেনদেনের উপর প্রদেয় ব্রোকারদের অগ্রিম আয়কর শিথিল করা।

৩.বিদ্যমান মার্জিন সুবিধাভোগী বিনিয়োগকারীদের জন্য পূণঃবিনিয়োগের ব্যবস্থা করা।

৪.মার্জিন একাউন্টে লোনের বিপরীতে আরোপিত সুদ ১ বছরের জন্য স্থগিত করা।

৫.অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ প্রদান করা।

৬.ব্রোকার কর্তৃক প্রদেয় সিডিবিএল ফি ও চার্জ থেকে পূর্ণ অব্যাহতি প্রদান।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *