শেয়ারবাজারে আবারো লেনদেন পতন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার আবারো সূচক ও লেনদেন পতন দেখা দিয়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৬পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ‌৩৩টির।

এসময় সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *