শেয়ারবাজারে গুজব ছড়ানোর জন্য ১৯৭ জনের শাস্তি

china-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয় ও তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে চীনা কর্তৃপক্ষ ১৯৭ জনকে শাস্তি দিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্টক মার্কেটের একজন কর্মকর্তা ও একজন সাংবাদিকও আছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিনহুয়া জানায়, শেয়ারবাজারে দরপতনের কারণে বেইজিংয়ে এক ব্যক্তি লাফিয়ে পড়ে মারা যান এবং তিয়ানজিনে বিস্ফোরণে ১ হাজার ৩০০ লোক নিহত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ জন্য ১৯৭ জনের শাস্তি হয়।

গত ১২ আগস্ট তিয়ানজিনে সংঘটিত ওই বিস্ফোরণে ১৫০ জন নিহত এবং আহত ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত দুই সপ্তাহ চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছিল। বিশেষ করে গত সপ্তাহের শুরুতে সোমবার তো এক দিনেই সাংহাই সমন্বিত সূচক ৮ শতাংশ পড়ে যায়। এর প্রভাবে এশিয়া-ইউরোপসহ বিশ্ব শেয়ারবাজারেও বিশাল পতন ঘটে। সে জন্য বিশ্ব গণমাধ্যমগুলো দিনটিকে কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলে উল্লেখ করছে। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিত।

সূত্র: বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *