‘শেয়ারবাজারে প্রচুর বিদেশী বিনিয়োগ আনার প্রচেষ্টা থাকবে’

shibli-rubayat-ul-islam_0স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরনের বিনিয়োগকারীদের জন্য একটি বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। রবিবার (১৭মে) বিএসইসিতে যোগদান করে তিনি একথা জানান।

শিবলী রুবাইয়াত বলেন, ‘আমরা ইনভেস্টর ফ্রেন্ডলি একটি সুন্দর ক্যাপিটাল মার্কেট ক্যারেক্টারিস্টিক পরিবেশ তৈরি করবো। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে উপকৃত হবেন। এছাড়া সবাই সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করবো, যাতে শেয়ারবাজারে গতি ফিরিয়ে আনতে পারি।’

তিনি বলেন, ‘শেয়ারবাজারকে আন্তর্জাতিক সমমানের করে গড়ে তোলা হবে, যাতে প্রচুর বিদেশি বিনিয়োগ আনতে পারি। আমাদের সেই প্রচেষ্টা থাকবে।’

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ‘বন্ড মার্কেট নিয়ে আমরা অনেক কাজ করবো। করোনার এ সংকটময় পরিস্থিতিতে ব্যাংকখাতের ওপর চাপ কমিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বন্ড দিয়ে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ ও সেক্টরের উন্নয়নে কাজ করবো।’

বিএসইসি’র নতুন চেয়ারম্যান বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারী বা যারা সঞ্চয়কারীদের এফডিআরের রেট কমে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে বিশেষ সুবিধা দেওয়া যায় কি-না সে চেষ্টা করা হবে। এতে সবার জন্যই উইন-উইন পরিবেশ তৈরি হবে। যারা বন্ড ইস্যুর জন্য আবেদন করবে, তাদেরকে আগ্রাধিকার ভিত্তিতে তা দ্রুত অনুমোদন দেওয়া হবে। আমরা যাচাই বাছাই করেই বন্ডের অনুমোদন দেবো। সেখান থেকে ফিক্সড রিটার্ন ও সিকিউরিটি থাকবে। সুতরাং সঞ্চয়কারীরা এফডিআরের বিকল্প হিসাবে বন্ড ব্যবহার করতে পারবেন। সেজন্য ওভার দ্য কাউন্টার ট্রেডিংয়ের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে তিনি বিএসইসিতে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *