শেয়ারবাজারে বসুন্ধরা পেপার মিলসের লেনদেন শুরু

basubdaraস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে শুরু হয়েছে শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের লেনদেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কাগজ ও মুদ্রণ খাতে তৃতীয় কোম্পানি হিসেবে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলসের ডিএসইতে ট্রেডিং কোড হবে “BPML”; কোম্পানি কোড হবে ১৯৫১২। দুই স্টক এক্সচেঞ্জে “এন” ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে এই শেয়ার।

রবিবার বেলা ১টা ৪২ মিনিটে শেয়ারটি ১৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল, যা শুরুর দামের তুলনায় ৫৩ টাকা ৭০ পয়সা বা ৬৭ দশমিক ১৩ শতাংশ বেশি।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে লেনদেনের প্রথম ৩০ দিন শেয়ারটি কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের এবিষয়ে সতর্ক করা হয়েছে।

২৫ জুন কোম্পানির আইপিওর লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

বসুন্ধরা পেপার শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *