শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৬২ হাজার

cdblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একটু আশা জাগিয়ে আবারও দরপতনের মধ্য দিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাস (জানুয়ারি-মে) পার করেছে দেশের শেয়ারবাজার। এই দরপতনের মধ্যেই নতুন করে বিও হিসাব বেড়েছে প্রায় ৬২ হাজার।

শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে কড়াকড়ি আরোপ করে। এরপর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ব্যাংক ঋণ-আমানতের অনুপাতের (এডি রেশি) হার কমানোর ইস্যু এবং ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নিয়ে ভারত-চীনের টানাটানি ইস্যুতে জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত টানা তিন মাস শেয়ারবাজারে চলে দরপতন। এরপর গত মাসে এই ইস্যুর পরিসমাপ্তি হলেও এখনো বাজার ঘুরে দাঁড়াচ্ছে না। বরং উল্টো দরপতন চলছে।

সিডিবিএলের মতে, শেয়ারবাজারে চলতি বছরের প্রথম দিন বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও অ্যাকাউন্ট) সংখ্যা ছিলো ২৭ লাখ ২১ হাজার ৭০২টি। সেখান থেকে গত ৫ মাসে বিও হিসাব ৬১ হাজার ৯৭৭টি বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ৬১৯টিতে।

এর মধ্যে সবশেষ মে মাসে বিও বেড়েছে ১ হাজার ৮৮৩টি। এর আগের মাস এপ্রিলে বেড়েছিলো সাড়ে ৪ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *