শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই নিম্নমূখী সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচক নিম্নমুখী ছিল।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১১ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসময় লেনদনে এগিয়ে- ন্যাশনাল ফিড মিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, ওয়েস্টার্ণ মেরিন, সিভিও পেট্রো, এবি ব্যাংক, কেপিসিএল ও অলটেক্স টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১২২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *