শেয়ারবাজারে সপ্তাহজুড়ে কমেছে সূচক, লেনদেন ও শেয়ারদর

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৯.৪৭ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪৩৯০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৮৫০ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯.৪৭ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮৭৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৯৭০ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯.৪৭ শতাংশ কম।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৩৯৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৭,৯০৪৬ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ০৪ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২.৩১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৪২ শতাংশ কমেছে।

আর সিএসইতে হাত বদল হওয়া ২৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *