শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

index hস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে বুধবার সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টি কোম্পানির। আর দর কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩০পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ‌১৪টির।

এ সময় স্টক এক্সচেঞ্জে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *