শেয়ারবাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন মাজেদুর রহমান

DSE Meet the Pressস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি কেএএম মাজেদুর রহমান বলেছেন, মুদ্রানীতি ঘোষণার পর ঋণ আমানতের অনুপাত (এডিরেশিও) কমানো এবং কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছু সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে এগুলো নীতি নির্ধারণের বিষয়। এতে মার্কেটের খুব বেশি ক্ষতি হবে না।

তিনি বলেছেন, বাজার কিছুটা উঠবে নামবে, এটা স্বাভাবিক বিষয়। বর্তমানে বিশ্ব শেয়ারবাজারে বাংলাদেশের চেয়ে বড় দরপতন হচ্ছে। সেখানে বাংলাদেশের তুলনামূলক বাজারে কম হচ্ছে। শেয়ারবাজার দ্রুত ঘুরে দাঁড়াবে ।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইর কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডিএসইর এমডি ছাড়াও উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক ছায়েদুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খায়রুল বাসার প্রমুখ।

ডিএসই’র এমডি বলেন, মুদ্রানীতির কারণে ব্যাংকের তারল্য সংকট হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির কার্যকারিতার সময় আরো ছয় মাস বৃদ্ধি করেছে। আশা করছি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। দ্রুত বাজার ঘুরে দাঁড়াবে।

বিনিয়োগকারীদের এখনই বিনিয়োগের উত্তম সময় বলেও উল্লেখ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *