শ্রমিককল্যাণ তহবিলে টাকা দিল ডিএসই ও হাইডেলবার্গ সিমেন্ট

tttনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের এক কোটি ৭০ লাখ টাকা জমা দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট এক কোটি ৯ লাখ ২৩ হাজার ৩৭৭ টাকা এবং ডিএসই ৫৯ লাখ ৯১ হাজার ৩৭১ টাকা এই তহবিলে জমা দিয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ডিএসই’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আল-আমিন রহমান নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইনের আলোকে গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী যেসব কোম্পানির মূলধন দুই কোটি টাকা ও মোট সম্পত্তি তিন কোটি টাকার বেশি সেসব কোম্পানিকে লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিককল্যাণে ব্যয় করতে হবে। এর মধ্যে এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হবে। এ তহবিল থেকে প্রতিষ্ঠানিক, অপ্রতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ তহবিলের মহাপরিচালক ডা. আনিসুল আওয়াল, হইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং পার্টনার অ্যাডভোকেট জাফরুল হাসান শরিফ, শ্রমিক প্রতিনিধি মো. জামাল হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আল মাসুদ ও মো. এহতেসামুল হক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *