শ্রমিকদের করোনা সংবাদ নিয়ে বিজিএমইএর প্রতিবাদ

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘৯৬ পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত’ শীর্ষক একটি সংবাদের প্রতিবাদ করেছে বিজিএমইএ। সংবাদটি ৭ মে প্রকাশিত হয়েছিল।

বিজিএমইএ কর্তৃপক্ষের দেওয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রকাশিত ওই প্রতিবেদন যেসব তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে, সেগুলো যাচাইপূর্বক তথ্য নয়, সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর।

বিজিএমইএ কর্তৃপক্ষ বলছে, প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির বরাত দিয়ে যে তথ্যগুলো উপস্থাপিত হয়েছে, সেগুলো কোনো বিশ্বাসযোগ্য উৎস থেকে গ্রহণ করে সংকলন করা হয়নি। এগুলো যাচাইযোগ্যও নয়। বরং সংগঠনটি সততা ও স্বচ্ছতার আশ্রয় না নিয়েই উৎস হিসেবে ঢালাওভাবে ২৫টি সংবাদপত্রের কথা বলেছে, যেগুলোর নামও উল্লেখ করেনি তারা।

বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির দেওয়া এই তথ্যগুলোকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছে। বিজিএমইএ মনে করে, বিভিন্ন মহলের মধ্যে বিভ্রান্তি ও ভুল-বোঝাবুঝি সৃষ্টির অসৎ উদ্দেশ্য থেকেই সংগঠনটি এই তথ্যগুলো দিয়েছে।

বিজিএমইএ কর্তৃপক্ষ বলছে, যেটি অভিপ্রেত তা হলো, রোগীদের কথা ভাবা, তাঁরা কোন পেশা থেকে এসেছেন, তা জরুরি নয়।

স্টকমার্কেটবিডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *