শ্রমিক কল্যাণ তহবিলে ডিএসইর ৬৭ লাখ টাকা জমা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত একবছরের লভ্যাংশ জমা দিয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সচিবালয়ে সরকারি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে এই চেক হস্তান্তর করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আল আমিন রহমান ৬৭ লাখ ২৮ হাজার ২০৭ টাকার চেক ডিএসইর পক্ষে প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চেক হস্তান্তর শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ফাউন্ডেশন তহবিল থেকে এ পর্যন্ত আমরা অসহায় শ্রমিকদের ২৪ কোটি সহায়তা দিয়েছি। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৩০৫ কোটি টাকা জমা রয়েছে।’

প্রতিমন্ত্রী লাভজনক বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শ্রম আইন মেনে লভ্যাংশের নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দেওয়ার করেন। তিনি বলেন, ‘সবাই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দিলে আর কোনও শ্রমিক অসহায় থাকবে না। ’

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয় এবং ঢাকা স্টক এক্সক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *