শ্রীলঙ্কার বাণিজ্যিক প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

oooooooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রীলঙ্কার একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলক। সোমবার বাহরাইনে স্থানীয় মানামায় এক্সিবিশনে অনুষ্ঠিত ১৭০ টি দেশের সাথে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এক অধিবেশনে যোগ দেন তিনি।

এসময় তিনি শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যিক বিষয়ক উপমন্ত্রী নলিন বান্দারার সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠকে এ আমন্ত্রন জানান। প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য শ্রীলংকার সরকারের সহযোগিতা কামনা করেন।

এতে সাড়া দিয়ে শ্রীলঙ্কার উপমন্ত্রী এ বিষয়ে সর্বাত্ত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বি-পাক্ষিক এ বৈঠকে এ সময় অংশগ্রহণ করেন বাহরাইনে বাংলাদেশ মিশনের কাউন্সেলর মো. রবিউল ইসলাম। প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলকের সফরের সার্বিক খোঁজ খবর রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান। বাহরাইনে প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক সহযোগীর ভূমিকায় ছিলেন দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *