সংকট কাটিয়ে রেকর্ড মার্কিন শেয়ারবাজারে

usaস্টকমার্কেট ডেস্ক :

তেলের বাজারের অস্থিরতার কারণে গত সপ্তাহে সূচকের মিশ্রভাব থাকলেও মঙ্গলবার রেকর্ড পরিমাণে সূচক বেড়েছে মার্কিন শেয়ারবাজারে। যা এ বছরের রেকর্ড সূচক হারে বৃদ্ধি।

মূলত স্বাস্থ্যে ও সেবা খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের এই বৃদ্ধি ঘটেছে। আনুপাতিক হারে সবচেয়ে বেশি বেড়েছে S&P 500 .SPX ইন্ডেক্স।

মঙ্গলবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৪২.১৩ (০.২১%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬৮৫.২২ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ৮.৪২ পয়েন্ট (০.৪২%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৪৯.৯০ পয়েন্ট। Nasdaq Composite .IXIC(০.৫৩%)পয়েন্ট বেড়ে ৪৬৯৫.৮৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *