সংযুক্ত শেয়ারবাজারে বিপরীতমুখী সূচক

sangস্টকমার্কেট ডেস্ক :

নভেম্বরের শুরুতেই সংযুক্ত হয়েছে হংকং-সাংহায় শেয়ারবাজার। সংযুক্ত হবার পর থেকে একই সাথে উর্দ্ধমুখি নয়তো নিম্নমুখী সূচকের প্রবনতা লক্ষ্য করা গেছে উভয় শেয়ারবাজারে ।

অর্থাৎ দিনশেষে হয় উভয় বাজারে সূচক বেড়েছে, নয়তো উভয় বাজারে সূচক কমেছে। তবে মঙ্গলবার বিপরীতমুখী সূচক দেখা গেছে দুই শেয়ারবাজারে । এদিন সাংহায় শেয়ার বাজারে সুচক বাড়লেও কমেছে হংকং শেয়ারবাজারে।

মঙ্গলবার দিনশেষে Shanghai Composite Index ৩৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৫৬৭.৬০ পয়েন্টে। অন্যদিকে HANG SENG ইন্ডেক্স ৪৯.২৩ পয়েন্ট কমে ২৩,৮৪৩.৯১ পয়েন্টে অবস্থান করছে।

মূলত চীন সরকার সুদের হার কমানোর ফলে হংকং অপেক্ষা সাংহায় শেয়ার বাজারে বিনিয়োগের দিকে ঝুকছেন দেশটির বিনিয়োগকারীরা।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *