সংশোধিত আইনে ব্যাংক চালানোর নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকএখন থেকে সংশোধিত আইন অর্থাৎ ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’অনুযায়ী ব্যাংক পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ ’(২০১৮ সনের ০৪ নং আইন) ২০১৮ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয়েছে এবং একই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। ওই আইনের ধারা অনুযায়ী ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’-এর ধারা ৩, ধারা ৭, ধারা ৮, ধারা ১৫, ধারা ১৫কক, ধারা ১০৯ এবং ধারা ১১৮-এর বিধানগুলোয় কিছু পরিবর্তন সাধিত হয়েছে।

পরিবর্তিত বিধানগুলোর নির্দেশনা সংশ্লিষ্ট সবার অবগতি ও পরিপালন নিশ্চিত করণার্থে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’-এর গেজেট মেনে চলার নির্দেশ দেওয়া হল। এছাড়া প্রত্যেক ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’ অবগতির লক্ষ্যে উপস্থাপনের জন্যও পরামর্শ দেওয়া যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *