সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৮৬ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। এসময় সূচক আগের সপ্তাহের অবস্থান থেকে নেমে এসেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৬১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের ৫ দিনের থেকে ৩১.৮৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল (ডিএসই) ২ হাজার ১৪৪ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২৯২ কোটি ৩০ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৯৬ লাখ টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২.৭৪ পয়েন্ট কমে ১১৯৭ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮১৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার ও ইউনিট দর। আর ৩টির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *