সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ১০২ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক:

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৩ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০২ কোটি ৩২ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক ১ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ২৩ লাখ টাকা।

এবি ব্যাংক ৪০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা।

সিটি ব্যাংক ১৮ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, বার্জার পেইন্টস, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমআই সিমেন্ট, এমটিবি, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ইয়াকিন পলিমার, ডিবিএইচ, ফরচুন সু, লংকাবাংলা ফিন্যান্স, আরএকে সিরামিক, আরএসআরএম স্টিল, এসপিসিএল, বাটা সু, ফারইস্ট ফিন্যান্স, এনটিসি, অলিম্পিক এক্সেসরিজ, বিএটিবিসি, ফারইস্ট নিটিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *