সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন

blockস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এ সব কোম্পানির প্রায় ৬০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ট্যানারি, বাটা সু, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন, অলিম্পিক, ওয়ান ব্যাংক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে এ সব কোম্পানির ৩৩ লাখ ৮৭ হাজার ৬৮৬টি শেয়ার ৩৮ বার হাত বদলের মাধ্যমে ৫৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। কোম্পানিটির মোট ২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৫ লাখ ২৭ হাজার শেয়ার ৫ বার হাত বদল হয়েছে।

সপ্তাহজুরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের। সপ্তাহজুরে কোম্পানিটির ১৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৪ লাখ ৯ হাজার ৬৪৬টি শেয়ার ৪ বার হাত বদল হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির। এ কোম্পানির ১২ হাজার শেয়ার ৪ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, এপেক্স ট্যানারির ১৯ লাখ ৬০ হাজার টাকার, বাটা সু’র ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকার, অলিম্পিকের ২ কোটি ৮৫ লাখ টাকার, ওয়ান ব্যাংকের ২২ লাখ ৪০ হাজার টাকার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৬ লাখ টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৩০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *