সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৭৯ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অনেক কমেছে । লেনদেনের সাথে সাথে সূচকও কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৫.৭৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৩৭৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৮৫৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৫.৭৯ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১০৭.৩৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৭২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৭.৭২ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৪.২৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩৪৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫৪৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭০৮ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৫ পয়েন্ট বা ১.৯১ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ৬৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭২টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *