সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.২২ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে । লেনদেন বাড়লেও সূচক কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৮.২২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৭৬৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৩৭৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৮.২২ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৪০.০১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৫৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৩.৮৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৬.৭৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২ কোটি ৯ লাখ ২৯ হাজার ৩৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫৪৩ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪১৬ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ২৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৮টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২‌১০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *